হোম > চাকরি > সরকারি

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। ১০ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি পদ হলো ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩)।

এর আগে গত ১১ জুলাই ব্যক্তিগত সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী পদের ব্যবহারিক পরীক্ষা ১০ আগস্ট বেলা ২টায় আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্রসহ উপস্থিত হতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি