কারা অধিদপ্তরাধীন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষার ভেন্যুও পরিবর্তন করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২১ মে পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর বিভাগের প্রার্থীদের পরীক্ষা ২১ ও ২২ মে সকাল ৯টায় রংপুর কেন্দ্রীয় কারাগার প্যারেড গ্রাউন্ডের পরিবর্তে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণের জন্য রংপুর কেন্দ্রীয় কারাগার প্যারেড গ্রাউন্ডের পরিবর্তে রংপুর জেলা স্টেডিয়ামের অনুকূলে প্রবেশপত্র ইস্যুপূর্বক ডাউনলোড সচল করার জন্য অনুরোধ করা হয়েছে।