হোম > বিনোদন > বলিউড

এ যেন রূপকথার গল্প

রূপকথার গল্পের মতো এক পলকে যেন সত্যি হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্ন। স্কুলজীবনের ক্রাশকে আজীবনের সঙ্গী করতে অঙ্গীকারবদ্ধ হলেন আলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মালাবদল হয় আলোচিত এই বলিউড জুটির। ৩৯ বছর বয়সী রণবীর নিজেদের বাড়িতেই ২৯ বছরের আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হলো দুজনের। বিয়ের একাধিক ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। সেই সঙ্গে দুটি ভিডিও সবার নজর কাড়ছে। একটি হলো রণবীর-আলিয়ার মালাবদলের সময়কার। ভিডিওতে দেখা যায়, রণবীর তাঁর বন্ধুদের কাঁধে চড়ে রয়েছেন। অন্যদিকে মালা হাতে দাঁড়িয়ে আলিয়া। আচমকা রণবীর বন্ধুদের কাঁধ থেকে নেমে আলিয়ার সামনে হাঁটু গেড়ে বসে মাথা মাটিতে ঠেকিয়ে দেন। আলিয়া তখন চটপট মালা পরিয়ে দেন রণবীরকে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পর বাড়ির বাইরে সংবাদমাধ্যম আর ভক্তদের সামনে আসেন রণবীর-আলিয়া। যে বিয়ে নিয়ে এত উন্মাদনা, সেই বিয়ে সম্পন্ন হতেই প্রথমবার জনসম্মুখে আসেন তারকা জুটি। হাতে হাত ধরেই বেরিয়ে এলেন রণবীর-আলিয়া। সবার অনুরোধে দাঁড়িয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে। সেই মুহূর্তের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এরপর হিরোর স্টাইলে নববধূকে কোলে তুলে ভেতরে নিয়ে যান রণবীর। উপস্থিত সবাই করতালি আর বাহবায় ভরিয়ে দেন নবদম্পতিকে। 

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে।

এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে এই রূপকথার মতো ভালোবাসা বিয়ের পূর্ণতা পেল।

 

রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র