হোম > শিক্ষা

আইইএলটিএস লিসনিং (পর্ব-৫.২)

মোস্তাকিম শুভ, সেলটা

প্রতীকী ছবি

Distractors in Listening

সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ

(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।

খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)

অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২

এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।

গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)

বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:

কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।

ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ

সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:

প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।

[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]

আরও পড়ুন:

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত