হোম > সারা দেশ > পাবনা

পদ্মাসেতু দিয়ে পার না হলে বিএনপির জন্য বিকল্প ফেরির ব্যবস্থা আছে: আব্দুর রহমান

পাবনা প্রতিনিধি

পদ্মাসেতু দিয়ে পার না হলে বিএনপির জন্য বিকল্প ফেরির ব্যবস্থা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আজ শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র উতরিয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। তারা যদি পদ্মা সেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে নৌপথে পার হতে ফেরির ব্যবস্থা করা আছে।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন। বিএনপি হুমকি দিয়েছে আন্দোলন করে আগামী নির্বাচন হতে দেবে না, এই সরকারের পতন করাবে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। আগামী নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।’ 

এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তার বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

এ সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা যুবলীগের আহ্বায়ক  আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক  শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

সম্মেলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু