হোম > সারা দেশ > যশোর

বৃষ্টির রাতে সব গরু নিয়ে বাগানে চোর, তবে...

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

তালা ভেঙে চুরি হওয়া গোয়ালঘর। ছবি: আজকের পত্রিকা

বৃষ্টিভেজা গভীর রাতে যশোরের মনিরামপুরে চোরেরা গোয়ালের তালা ভেঙে চারটি গরু নিয়ে পালানোর চেষ্টা করেছিল। তবে গরুর ডাক আর মালিকের সাহসিকতায় শেষ পর্যন্ত কেবল একটি ষাঁড় নিয়েই পালাতে পেরেছে তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পলাশী গ্রামে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ওই গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। তাঁর শ্বশুর নূর মোহাম্মদ বলেন, ‘গোয়ালে তালাবদ্ধ অবস্থায় তিনটি গাভি, একটি ষাঁড় ও একটি বাছুর ছিল। রাতভর বৃষ্টির মধ্যে রাত ২টার দিকে চোরেরা তালা ভেঙে বাছুরটি রেখে বাকি চারটি গরু বের করে নেয়।’

গরুর বাছুরটি ডাক দিলে ঘুম ভেঙে যায় জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর। টর্চলাইট হাতে দৌড়ে পাশের বাগানে গিয়ে জাহাঙ্গীর দেখতে পান, তিনটি গরু মাটিতে বাঁধা, আর একটি ষাঁড় গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছে চোরেরা।

তিনি চিৎকার দিলে লাঠি নিয়ে এগিয়ে আসে চোরেরা। তখন ভয় পেয়ে পিছু হটেন জাহাঙ্গীর। চোরেরা তখন তিনটি গরু ফেলে রেখে লাখ টাকা মূল্যের ষাঁড়টি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সকালে আমি সেখানে যাই। চারটি গরু নিয়ে যাওয়ার সময় মালিকের বাধায় কেবল একটি নিতে পেরেছে চোরেরা। ঘটনাস্থলের পাশে একটি সন্দেহজনক সাইকেল পড়ে থাকতে দেখা গেছে, যেটি চোর দলের কারও হতে পারে।’

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুল রহমান বলেন, ‘ঘটনার রাতে আমি ওই এলাকায় টহলে ছিলাম। কেউ বিষয়টি জানায়নি। সরেজমিনে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি