গাজীপুর জেলার কালিয়াকৈরে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। আবিদা সুলতানার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবন। সেখানে তাঁর বাবা-মা থাকে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ১০-১২ জন মুখোশধারী জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে জিম্মি করে তিনতলা ভবনের প্রতিটি তলায় জিনিসপত্র তছনছ করে। টাকা, স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্র জানায়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। কয়েক দিন আগে ওই বাড়িতে কয়েকজন ব্যক্তি দুদক কর্মকর্তা পরিচয়ে গিয়েছিলেন।
আবিদা সুলতানার বাবা নাজমুল আলম বলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় তিনি ও তাঁর স্ত্রী থাকেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জন জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা আমাদের বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট নিয়ে যায় ডাকাতেরা। পরে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ আজ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। শুনেছি কয়েক দিন আগেও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়িতে বিশেষ পরিচয়ে গিয়েছিল। সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে কাজ চলছে।
আরও খবর পড়ুন: