হোম > সারা দেশ > ঢাকা

আগুন যেন দ্রুত নেভে, এই কামনায় তিন ঘণ্টা ধরে যুবকের মোনাজাত 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিভে যায়—এই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক। 

আজ শনিবার সকালে আগুনে জ্বলতে থাকা নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে। 

তীব্র গরম উপেক্ষা করে তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা গেছে তাকে। 

কথা বলে জানা যায়, ওই যুবকের নাম মো. তানভীর চৌধুরী ৷ নিউ মার্কেটের রাস্তার বিপরীত গাউছিয়া মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। আগুনের খবর পেয়ে সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন। 

তানভীর বলেন, ‘আগুন নেভাতে সবাই চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমারও কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আগুনটা নিয়ন্ত্রণ করে দেয়।’ 

তানভীর বলেন, ‘ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি।’

শনিবার ভোর ৫টার দিলে লাগা আগুন তিন ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা