জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে রাজধানী ঢাকার তেল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের ভিড় লেগে গেছে। আজ শুক্রবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে ডিপোর ৪০ কিলোমিটারের বাইরে লিটারপ্রতি ডিজেল ১০৬ টাকা, কেরোসিন ১০৭ টাকা অকটেন ১২৪ টাকা এবং পেট্রল ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন: