হোম > সারা দেশ > ঢাকা

সমাবেশ গোলাপবাগে, নয়াপল্টনে ৪০০ পুলিশের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। নানা নাটকীয়তার পর সেই সমাবেশ হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালসংলগ্ন গোলাপবাগ মাঠে। তার পরও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় ঘিরে রয়েছে ব্যাপক পুলিশি তৎপরতা। কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত আজ অন্তত চার শতাধিক পুলিশ মোতায়েন আছে।

নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকার নিরাপত্তা নিয়ে কথা বলার সময় আজ শনিবার সকালে এ তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘শুধু পল্টন এলাকার নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির কার্যালয় ঘিরে আনুমানিক ৪০০ পোশাকি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।’

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সেখান সুনসান নিস্তব্ধতা বিরাজ করছে। ভিআইপি রোডের দুই পাশেই বড় ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান। মাঝে মাঝে হেলমেট পরিহিত কয়েক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসের সামনে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তবে এই সড়কে পথচারীদের আনাগোনা নেই বললে চলে।

নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত দু-একটি চায়ের দোকান খোলা দেখা গেছে। বন্ধ রাখা এই সড়কের দুই পাশের পাড়া-মহল্লা থেকে মূল সড়কে ওঠার গেটগুলোও ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে দায়িত্বরত পুলিশ সদস্যদের। বিএনপির দলীয় কার্যালয়টি ভেতর ও বাইরে থেকে তালবদ্ধ। কার্যালয় ঘিরে অন্তত দেড় শ পুলিশ সতর্ক অবস্থানে। কার্যালয় পাড় হয়ে জোনাকি সিনেমা হলের পাশের মহল্লার গেটের ব্যারিকেড দেখা গেছে। সেখানেও ছিল পুলিশের অবস্থান। একই চিত্র ছিল ফকিরাপুল ব্যারিকেডে।

গত বুধবার এই এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকেই এই এলাকা নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজও কেন এই সড়ক বন্ধ এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘কিছুদিন আগে বিএনপি সমাবেশের নামে আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে। আজকে ডিএমপির সদস্যদের বলা হয়েছে, তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।’

৪০০ পুলিশ মোতায়েনের কথা বলা হলেও কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে এই সংখ্যা আরও বেশি। পোশাক ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অন্তত ১ হাজার হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট