ঢাকায় শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। সর্বশেষ দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন। আমাদের ১০ জনের একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সেখান থেকে আমরা (প্রতিনিধিদল) আবার জিরো পয়েন্টে আসব এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করব।’
আজ রোববার দুপুর ১টার দিকে তাঁরা শিক্ষা ভবনের ব্যারিকেড পার হন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করে।
আরও খবর পড়ুন: