হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে কোটাবিরোধী শিক্ষার্থীরা, রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ঢাকায় শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। সর্বশেষ দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন। আমাদের ১০ জনের একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সেখান থেকে আমরা (প্রতিনিধিদল) আবার জিরো পয়েন্টে আসব এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করব।’ 

আজ রোববার দুপুর ১টার দিকে তাঁরা শিক্ষা ভবনের ব্যারিকেড পার হন। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে। 

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’ 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন। 

শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করে।

আরও খবর পড়ুন:

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে