হোম > সারা দেশ > ঢাকা

জামিনে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের আটটি মামলা এবং চেক প্রত্যাখ্যানের ২০টি মামলায় জামিন পাওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার বিকেলে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এ সময় ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

শামীমা নাসরিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁকে আইনি সহায়তা প্রদানকারী দলের সমন্বয়ক ব্যারিস্টার নিঝুম মজুমদার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাঁর একটা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। বাচ্চাটার জন্যই এই মুক্তিটা খুব জরুরি ছিল।’

ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল কবে মুক্তি পেতে পারেন জানতে চাইলে নিঝুম মজুমদার বলেন, ‘চেকের ২০টি মামলাতেই রাসেল সাহেবেরও জামিন হয়েছে। আর অন্যান্য আটটি মামলার মধ্যে চারটিতে জামিন পাওয়া বাকি আছে। এগুলোতে জামিন হলে তিনি মুক্তি পাবেন।’ 

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন। এর আগের রাতে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়।

মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন। 

শামীমা নাসরীনের আইনজীবী দলের সদস্যরা জানিয়েছেন, মামলাগুলোতে বাদীপক্ষের সঙ্গে শামীমা নাসরীনের আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

ইভ্যালি সম্পর্কিত পড়ুন:

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে