আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা সড়কের পাশের একটি খেলার মাঠে কয়েকজন শিশু খেলছিল। এ সময় দেয়াল ধসের ঘটনা ঘটে। এতে আহত হয় তিন শিশু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া তাবাসসুম ইমু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, সাদিয়া পূর্ব কাটগড় এলাকার মোহাম্মদ ইদ্রিসের মেয়ে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে পতেঙ্গার পূর্ব কাটগড় তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
ওসি কবির হোসেন বলেন, ‘অ্যাডভোকেট আব্দুল হামিদের একটি খালি জায়গা আছে। ছোট ওই মাঠে খেলার সময় পুরাতন দেয়ালটি ধসে পড়ার ঘটনা ঘটে। এতে শিশু ইমু মারা যায়।’