হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই ‘বড় মাফিয়া’ মানিককে এনসিপির শোকজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

নিজেদের সবচেয়ে বড় মাফিয়া দাবি করা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি সংগঠনটির ফেসবুক পেজে আপলোড করা হয়।

এর আগে চট্টগ্রামে এক অনুষ্ঠানে মানিক বলেন, ‘আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলব, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।’ মানিকের এমন মন্তব্যে আলোচনা-সমালোচনার জন্ম হয়।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। জনপরিসরে এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক; আমরা বলব, বিগত ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হতে চায়, তাদের বলব, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। আমরাই হচ্ছি বড় মাফিয়া।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা