হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারধরের প্রতিবাদে কাপ্তাইয়ে অটোচালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই-লিচুবাগান ও কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল। 

এদিকে ধর্মঘটের কারণে উভয় সড়কে অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটেই গন্তব্যে রওনা হন। 

কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো. মামুন ও মো. ফারুককে আসামবস্তী সড়কে সন্ত্রাসীরা আহত করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়। রাঙামাটি জেলা সিএনজি অটোচালক সমিতির নির্দেশনায় ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম। 

যাত্রী মো. ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোনো রকম ঘোষণা ছাড়া সিএনজি অটোচালকেরা ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। 

এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশমবাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, কেপিএম সিএনজি অটোচালক সমিতির সদস্যরা অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন। 

অন্যদিকে রোববার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে গিয়ে দেখা গেছে, এখানেও অটোরিকশাচালকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা অটোরিকশা চলতে দিচ্ছেন না। 

বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন ও সিএনজি অটোচালক বাবলু মল্লিক বলেন, ‘আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান