হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে এসে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনা দেখতে এসে লেকে গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামের পর্যটক মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।

তাহসিন চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার ডিওএইচএস এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে তাহসিনসহ সাত বন্ধু মিলে বারৈয়ারঢালা সহস্রধারা ঝরনায় ঘুরতে আসে। বিকেলে ঝরনার পাশে থাকা লেকে গোসল করতে নামে তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয়জন সাঁতরে ওপরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ডুবে যায় তাহসিন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাহসিনের লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঝরনায় বেড়াতে আসা ওই কিশোর সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪