হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে এসে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনা দেখতে এসে লেকে গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামের পর্যটক মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।

তাহসিন চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার ডিওএইচএস এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে তাহসিনসহ সাত বন্ধু মিলে বারৈয়ারঢালা সহস্রধারা ঝরনায় ঘুরতে আসে। বিকেলে ঝরনার পাশে থাকা লেকে গোসল করতে নামে তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয়জন সাঁতরে ওপরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ডুবে যায় তাহসিন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাহসিনের লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঝরনায় বেড়াতে আসা ওই কিশোর সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা