হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আফতাব উদ্দিন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার চট্টগ্রামের রাউজান ও নগরীর হাদুমাঝি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. হেলাল (৩৫) ও তদন্তে সূত্রে পাওয়া সন্দেহভাজন ইলিয়াছ হোসেন অপু (২৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী তারেক মো. আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাউজান থানাধীন মদেরমাল এলাকা থেকে প্রথমে হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইলিয়াছ হোসেন অপুকে নগরীর হাদুমাঝিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের দশদিন করে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে। আদালত এখনো রিমান্ডের বিষয়ে শুনানি করেননি।’

এর গত ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল, সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প