হোম > সারা দেশ > চাঁদপুর

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

চাঁদপুর প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন এক দগ্ধ নারী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

দগ্ধরা হলেন—আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শানু বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (৩২), মেজ ছেলের স্ত্রী নিপা (২৬) ও ছোট ছেলে মহিন (১৫)। তাঁদের মধ্যে ইমাম হোসেন ও নিপা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন জানান, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। দগ্ধরা তাঁর পরিবারের সদস্য।

দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ বলেন, ভোরে সাহরি খাওয়ার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টাফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন।

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই