হোম > সারা দেশ > চাঁদপুর

মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে

চাঁদপুর প্রতিনিধি

প্রজনন সময়ে ইলিশকে মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান। পুলিশের এই কর্মকর্তা বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারব।

আজ মঙ্গলবার দুপুরে শহরের বিআইডব্লিউটি এর মোড় নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশের আগের কার্যক্রম আর এখনকার কাজ এক হবে না। এ অঞ্চলে এখন যারা দায়িত্বে প্রায় সকলেই নতুন। আমরা চাইব বিগত দিনের সকল কার্যক্রম পর্যালোচনা করে নতুনভাবে কাজ করার জন্য। নৌপথ সার্বিকভাবে নিরাপদ রক্ষার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সে জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব। মা ইলিশ রক্ষা অভিযানের বিষয়ে আপনারা অভিজ্ঞতার আলোকে তথ্য ও পরামর্শ দেবেন। আপনাদের কাছ থেকে সঠিক তথ্য পেলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে।’

পুলিশ সুপার আরও বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ইতিমধ্যে প্রশাসনের সব বিভাগ জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছে। একটি বড় আকারের ইলিশ কমপক্ষে ১ কোটি ডিম দেয়। এর ১০ ভাগ রক্ষা হলেও আমাদের ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ‘আমি এই অঞ্চলে নতুন এসেছি। কাজের বিষয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাদের তা অবশ্যই জানাবেন। সামনে শারদীয় দুর্গাপূজা এবং মা ইলিশ রক্ষার দুটি বড় ধরনের কাজ। এসব কাজ সম্পন্ন হলে চাঁদপুর নৌ অঞ্চল সার্বিকভাবে নিরাপদ রাখার জন্য পরবর্তীতে আবারও আমরা মতবিনিময়ে বসব।’

সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ।

আরও বক্তব্য দেন সাংবাদিক মির্জা জাকির, শাওন পাটোয়ারী, বোরহানউদ্দিন ডালিম, শরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম উকিল, বিপ্লব সরকার, মিজান লিটন, শাহরিয়া পলাশ, আকিবুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় চাঁদপুর জেলা সদরে কর্মরত জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার