হোম > সারা দেশ > কক্সবাজার

উড়ন্ত উড়োজাহাজের দিকে ফুটবলে শট, ভাইরাল ভিডিও নিয়ে ফেসবুকে শোরগোল

কক্সবাজার প্রতিনিধি

ছবি ভিডিও থেকে নেওয়া।

কক্সবাজার সমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়েছে।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সৈকত থেকে এক তরুণ ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়েছে।

প্রকৃতপক্ষে ভিডিওটিতে দৃষ্টিভ্রমের শিকার সবাই। কারণ, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়।

অনেকে ভিডিওটি শেয়ার করে ওই তরুণের শাস্তি দাবি করেছেন। সাংবাদিক ও লেখক মুহম্মদ নুরল ইসলাম লেখেন, ‘বিমানে ফুটবল নিক্ষেপ, হালকা করে দেখার সুযোগ নেই। কয়েক দিন পরে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে।’ তিনি সৈকতে ফুটবল নিষিদ্ধ করার দাবি জানান।

অ্যাডভোকেট জাহেদ আজিম নামের আরেকজন লেখেন, ‘কক্সবাজারে ফুটবল মেরে বিমান আটকানোর চেষ্টা। ভিডিওটি ভাইরাল হয়েছে, অনেকে ছেলেটিকে গ্রেপ্তারের দাবি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিমানের সঙ্গে বলের দূরত্ব অনেক। তবে ভিডিওর ধরন দেখে মনে হচ্ছে খুব কাছে।’

ইমরান হোসেন নাঈম নামের একজন মন্তব্য করেছেন, ‘বিমানের উচ্চতা এখানে মুখ্য বিষয় নয়। বিমানকে লক্ষ্য করে এভাবে বল ছুড়ে মারার মানসিকতার জন্য তার শাস্তি হওয়া উচিত।’

বিনয় রিসোর্ট নামের একটি আইডি থেকে লেখা হয়, ‘কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের একদম কাছাকাছি। সমুদ্রসৈকত থেকে খুব নিচু দিয়ে বিমানকে উড়তে দেখা যায়। আসলে অবতরণের শেষ পর্যায়ে বিমান ২০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় থাকতে পারে। আর বল সর্বোচ্চ ৫০ ফুট ওপরে তোলা যায়।’

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই।

তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। এ বিষয়ে মানুষকে সচেতন থাকা উচিত।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত