হোম > সারা দেশ > কক্সবাজার

উড়ন্ত উড়োজাহাজের দিকে ফুটবলে শট, ভাইরাল ভিডিও নিয়ে ফেসবুকে শোরগোল

কক্সবাজার প্রতিনিধি

ছবি ভিডিও থেকে নেওয়া।

কক্সবাজার সমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়েছে।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সৈকত থেকে এক তরুণ ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়েছে।

প্রকৃতপক্ষে ভিডিওটিতে দৃষ্টিভ্রমের শিকার সবাই। কারণ, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়।

অনেকে ভিডিওটি শেয়ার করে ওই তরুণের শাস্তি দাবি করেছেন। সাংবাদিক ও লেখক মুহম্মদ নুরল ইসলাম লেখেন, ‘বিমানে ফুটবল নিক্ষেপ, হালকা করে দেখার সুযোগ নেই। কয়েক দিন পরে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে।’ তিনি সৈকতে ফুটবল নিষিদ্ধ করার দাবি জানান।

অ্যাডভোকেট জাহেদ আজিম নামের আরেকজন লেখেন, ‘কক্সবাজারে ফুটবল মেরে বিমান আটকানোর চেষ্টা। ভিডিওটি ভাইরাল হয়েছে, অনেকে ছেলেটিকে গ্রেপ্তারের দাবি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিমানের সঙ্গে বলের দূরত্ব অনেক। তবে ভিডিওর ধরন দেখে মনে হচ্ছে খুব কাছে।’

ইমরান হোসেন নাঈম নামের একজন মন্তব্য করেছেন, ‘বিমানের উচ্চতা এখানে মুখ্য বিষয় নয়। বিমানকে লক্ষ্য করে এভাবে বল ছুড়ে মারার মানসিকতার জন্য তার শাস্তি হওয়া উচিত।’

বিনয় রিসোর্ট নামের একটি আইডি থেকে লেখা হয়, ‘কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের একদম কাছাকাছি। সমুদ্রসৈকত থেকে খুব নিচু দিয়ে বিমানকে উড়তে দেখা যায়। আসলে অবতরণের শেষ পর্যায়ে বিমান ২০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় থাকতে পারে। আর বল সর্বোচ্চ ৫০ ফুট ওপরে তোলা যায়।’

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই।

তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। এ বিষয়ে মানুষকে সচেতন থাকা উচিত।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা