হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম আনোয়ার আলী (৫৫)। তিনি ধর্মপুর ইউনিয়নের কুন্ডকুল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ চৌধুরীর সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন টিপুর সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার আলী হঠাৎ লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সময় আনোয়ারের মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে আবদুল জলিল বলেন, ‘মৃত আনোয়ারকে নিজের সমর্থক দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ চৌধুরী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ