হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।

২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। 

ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু