হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণের মামলা থেকে বাঁচতে বয়স কমিয়ে কিশোর

সোহেল মারমা, চট্টগ্রাম 

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছে ১৬ বছর।

এদিকে ভুয়া জন্মসনদ ব্যবহার করে অভিযুক্ত তরুণ আদালতে জামিনের আবেদন করেন। এর আগে গত ১৯ এপ্রিল পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ২০০৮ সালে দেওয়া জন্মসনদে কাউসারের জন্মতারিখ ২০০৫ সালের ১৫ অক্টোবর উল্লেখ রয়েছে। সে অনুযায়ী তাঁর বয়স ১৯ বছর ৬ মাস। পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ২৪ এপ্রিল একই ইউপি কাউসারের নামে নতুন একটি জন্মসনদ ইস্যু করে। ওই জন্মসনদে কাউসার হোসেনের জন্মতারিখ ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। সেই অনুয়ায়ী, কাউসারের বর্তমান বয়স ১৬ বছর ৩ মাস। পুরোনো ও নতুন উভয় জন্মসনদে জন্মনিবন্ধন নম্বরও ভিন্ন।

অনৈতিক সুবিধা নিয়ে জন্মসনদ

স্থানীয় একটি সূত্রের তথ্যে, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে কাউসারের জন্য নতুন জন্মসনদ নিতে আবেদন করেন তাঁর ভাই আলামিন। পরে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে জন্মসনদটি তৈরি করেন ইউপি সচিব বখতিয়ার উদ্দিন। তবে এ বিষয়ে কাউসারের ভাই আলামিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জানতে চাইলে বাগানবাজার ইউপির সদস্য জসিম উদ্দিন বলেন, ‘তথ্য গোপন করে তাঁর (কাউসার) ভাই আলামিন আমার কাছ থেকে আবেদন ফরমে স্বাক্ষর নেয়। পরে ইউনিয়ন পরিষদের নথিপত্র ঘেঁটে জানতে পারি, তাঁর নামে অপর একটি জন্মসনদ রয়েছে।’

বাগানবাজার ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. বখতিয়ার উদ্দিন দুটি জন্মসনদ তৈরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রতিদিনই এ রকম অনেক ডকুমেন্টস পরিষদে আসে। এত কিছু যাচাই-বাছাই করার সময় কই? অফিসের নির্ধারিত ফি নিয়ে তাঁর (কাউসার) কাগজটি করে দিয়েছি।’

চট্টগ্রামের ভুজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ১৯ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে আসামি এখনো কারাগারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান