কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর কমলনগরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলের মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্র থেকে ঘোষণা করা প্রার্থীদের মধ্যে ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম মাস্টার, ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ভাই ও চর কাদিরা ইউনিয়নে নুর ইসলাম সাগরের নাম ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার।