চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তামাকুমণ্ডি লেনের এম কে সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সোয়া ৩টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়েছি। একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।’