হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবেলায় খৈয়াছড়ায় গিয়ে বিপদে ৬ তরুণ, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা দেখতে এসে দুর্গম পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ হন ছয় তরুণ পর্যটক। সেখানে পাহাড়ে উঠে পথ হারিয়ে ফেলেন তাঁরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁদের। 

উদ্ধার হওয়া ছয় পর্যটক হলেন মো. আল আমিন (১৮), মুকিদ আহম্মদ শুভ্র (১৭), ওমর ফারুক (১৮), নাঈম আহম্মদ তামিম (২০), তানভীর হাসান (২০) ও আনিছুর রহমান অণিক (১৮)।

উদ্ধার হওয়া তরুণেরা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে তাঁরা ছয় বন্ধু মিলে মিরসরাইয়ের বড়তাকিয়ায় এসে পৌঁছান। বাস থেকে নেমে লোকাল সিএনজি অটোরিকশা ও পায়ে হেঁটে পৌঁছান খৈয়াছড়া ঝরনায়। পাহাড়ের চূড়া থেকে নামার সময় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকারে ফেরার পথে পাহাড়ের আঁকাবাঁকা পথ ভুলে দিক হারিয়ে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। মিরসরাই থানার পুলিশ খবর পেয়ে খৈয়াছড়ায় দুর্গম পাহাড়ে প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় ছয় পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ছয় তরুণ দুপুর আড়াইটার দিকে ঝরনায় গিয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন। ফেরার সময় নামতে নামতে সন্ধ্যা হয়ে গেলে আর পথ খুঁজে পান না। পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় এনে প্রাথমিক তথ্য নিয়ে বাসে তুলে দিয়েছে। তাঁরা সুস্থ রয়েছেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে