হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবেলায় খৈয়াছড়ায় গিয়ে বিপদে ৬ তরুণ, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা দেখতে এসে দুর্গম পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ হন ছয় তরুণ পর্যটক। সেখানে পাহাড়ে উঠে পথ হারিয়ে ফেলেন তাঁরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁদের। 

উদ্ধার হওয়া ছয় পর্যটক হলেন মো. আল আমিন (১৮), মুকিদ আহম্মদ শুভ্র (১৭), ওমর ফারুক (১৮), নাঈম আহম্মদ তামিম (২০), তানভীর হাসান (২০) ও আনিছুর রহমান অণিক (১৮)।

উদ্ধার হওয়া তরুণেরা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে তাঁরা ছয় বন্ধু মিলে মিরসরাইয়ের বড়তাকিয়ায় এসে পৌঁছান। বাস থেকে নেমে লোকাল সিএনজি অটোরিকশা ও পায়ে হেঁটে পৌঁছান খৈয়াছড়া ঝরনায়। পাহাড়ের চূড়া থেকে নামার সময় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকারে ফেরার পথে পাহাড়ের আঁকাবাঁকা পথ ভুলে দিক হারিয়ে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। মিরসরাই থানার পুলিশ খবর পেয়ে খৈয়াছড়ায় দুর্গম পাহাড়ে প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় ছয় পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ছয় তরুণ দুপুর আড়াইটার দিকে ঝরনায় গিয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন। ফেরার সময় নামতে নামতে সন্ধ্যা হয়ে গেলে আর পথ খুঁজে পান না। পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় এনে প্রাথমিক তথ্য নিয়ে বাসে তুলে দিয়েছে। তাঁরা সুস্থ রয়েছেন।

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম