হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির গোরখোদক উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির দুটি গোরখোদক (হগ ব্যাজার) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন-আমজাদ হোসেন ওরফে আমজু (২৬) ও মো. শাকিব (২২)। তাঁরা নগরের বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে শহরের দিকে আসা অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমজাদ হোসেন বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটি এক ব্যক্তি চট্টগ্রামে নিয়ে আসে। কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় আসার পর বন্যপ্রাণী হাতবদল হয়। এগুলো খুলনায় নিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।

আব্দুর রহিম বলেন, প্রাণী দুটি উদ্ধারের পর প্রথমে তাঁদের শনাক্ত করা যায়নি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোকে গোরখোদক হিসেবে শনাক্ত করেন। তাদের মতে, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের-আইইউসিএন’ করা তালিকা অনুযায়ী এই প্রাণী সংকটাপন্ন প্রজাতির।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ