হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির গোরখোদক উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির দুটি গোরখোদক (হগ ব্যাজার) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন-আমজাদ হোসেন ওরফে আমজু (২৬) ও মো. শাকিব (২২)। তাঁরা নগরের বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে শহরের দিকে আসা অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমজাদ হোসেন বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটি এক ব্যক্তি চট্টগ্রামে নিয়ে আসে। কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় আসার পর বন্যপ্রাণী হাতবদল হয়। এগুলো খুলনায় নিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।

আব্দুর রহিম বলেন, প্রাণী দুটি উদ্ধারের পর প্রথমে তাঁদের শনাক্ত করা যায়নি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোকে গোরখোদক হিসেবে শনাক্ত করেন। তাদের মতে, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের-আইইউসিএন’ করা তালিকা অনুযায়ী এই প্রাণী সংকটাপন্ন প্রজাতির।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত