হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিকাশ সূত্রধর (৩৬) নামে এক মাদকাসক্ত সন্তানকে পুলিশকে দিয়েছেন বাবা। বিকাশ উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামের তারাপদ সূত্রধরের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়া মাদকাসক্ত ওই যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। 

বিকাশের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ নেশা করে এলাকায় মারধর ও হাঙ্গামা করেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন। এমনকি তাঁর অত্যাচারে তাঁকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিকাশের বাবাসহ এলাকার লোকজন বিকাশকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসলে তাঁকে এ সাজা দেওয়া হয়। 

বাবা তারাপদ সূত্রধর বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে এলাকার লোকজনের সহায়তায় আটক করে এখানে নিয়ে আসছি। বিকাশের অত্যাচারে সবাই অতিষ্ঠ। তাই বাবা হয়ে পুলিশে দিলাম সন্তানকে।’ 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, ‘বিকাশ মাদকাসক্ত হওয়ায় সে এলাকার পরিবেশ নষ্ট করছে। গতকাল বিকেলে তার বাবা ও অন্যরা মিলে তাকে আটক করে ইউএনও স্যারের নিকট নিয়ে যায়। দু-তিন দিন আগেও সে এক ব্যক্তিকে মারধর করে মাথা পাঠালে পরে ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করাতে হয়েছে।’ 

নাসিরনগর উপজেলার ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘ছেলেটি মাদকাসক্ত। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘ইউএনও স্যার মাদকাসক্ত ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়ায় তাকে পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১