হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মোহাম্মদ বাবু। ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের আনোয়ারা থেকে বোয়ালখালীতে নিয়ে বাসায় আটকে রেখে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর কালুরঘাটের একটি ভাড়া বাসা থেকে বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাটে একটি ভাড়া বাসায় থাকেন।

আজ শুক্রবার বিকেলে আনোয়ারা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালুরঘাটের ওই বাসায় আটকে রেখে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তার যুবকের স্ত্রীর সঙ্গে। একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাবু ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে বোয়ালখালীতে নিয়ে যান। ওই দিন একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কিশোরী মোবাইল ফোনে তার পরিবারকে জানানোর পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরা বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন