হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মোহাম্মদ বাবু। ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের আনোয়ারা থেকে বোয়ালখালীতে নিয়ে বাসায় আটকে রেখে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর কালুরঘাটের একটি ভাড়া বাসা থেকে বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাটে একটি ভাড়া বাসায় থাকেন।

আজ শুক্রবার বিকেলে আনোয়ারা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালুরঘাটের ওই বাসায় আটকে রেখে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তার যুবকের স্ত্রীর সঙ্গে। একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাবু ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে বোয়ালখালীতে নিয়ে যান। ওই দিন একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কিশোরী মোবাইল ফোনে তার পরিবারকে জানানোর পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরা বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের