হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু হচ্ছে সদর উপজেলার আটিয়াতলী এলাকার সোহাগ ইসলামের ছেলে হাসান মাহমুদ (২), গোপীনাথপুরের মাসুম উদ্দিনের মেয়ে ফারহা (৩) ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেন। 

আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। এ তিন শিশুর মৃত্যুতে এলাকায় ও পরিবারের চলছে শোকের মাতম। সদর থানা-পুলিশ ও সদর হাসপাতাল তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ ও স্বজনেরা জানিয়েছে, সদর উপজেলার আটিয়াতলী এলাকায় মঙ্গলবার বিকেলে অসাবধানতা বসত সোহাগ ইসলামের ছেলে হাসান (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একইভাবে একই উপজেলার গোপীনাথপুর মাসুম উদ্দিনের মেয়ে ফারহা ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেনের মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলাদাভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি মর্মান্তিক। যেহেতু বিষয়টি দুর্ঘটনা। তাই নিহত তিন শিশুকে দাফন করতে কোনো সমস্যা নেই।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত