হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু হচ্ছে সদর উপজেলার আটিয়াতলী এলাকার সোহাগ ইসলামের ছেলে হাসান মাহমুদ (২), গোপীনাথপুরের মাসুম উদ্দিনের মেয়ে ফারহা (৩) ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেন। 

আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। এ তিন শিশুর মৃত্যুতে এলাকায় ও পরিবারের চলছে শোকের মাতম। সদর থানা-পুলিশ ও সদর হাসপাতাল তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ ও স্বজনেরা জানিয়েছে, সদর উপজেলার আটিয়াতলী এলাকায় মঙ্গলবার বিকেলে অসাবধানতা বসত সোহাগ ইসলামের ছেলে হাসান (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একইভাবে একই উপজেলার গোপীনাথপুর মাসুম উদ্দিনের মেয়ে ফারহা ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেনের মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলাদাভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি মর্মান্তিক। যেহেতু বিষয়টি দুর্ঘটনা। তাই নিহত তিন শিশুকে দাফন করতে কোনো সমস্যা নেই।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে