হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু হচ্ছে সদর উপজেলার আটিয়াতলী এলাকার সোহাগ ইসলামের ছেলে হাসান মাহমুদ (২), গোপীনাথপুরের মাসুম উদ্দিনের মেয়ে ফারহা (৩) ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেন। 

আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। এ তিন শিশুর মৃত্যুতে এলাকায় ও পরিবারের চলছে শোকের মাতম। সদর থানা-পুলিশ ও সদর হাসপাতাল তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ ও স্বজনেরা জানিয়েছে, সদর উপজেলার আটিয়াতলী এলাকায় মঙ্গলবার বিকেলে অসাবধানতা বসত সোহাগ ইসলামের ছেলে হাসান (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একইভাবে একই উপজেলার গোপীনাথপুর মাসুম উদ্দিনের মেয়ে ফারহা ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেনের মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলাদাভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি মর্মান্তিক। যেহেতু বিষয়টি দুর্ঘটনা। তাই নিহত তিন শিশুকে দাফন করতে কোনো সমস্যা নেই।

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন