হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফের নাফ নদী থেকে ৫ জেলেকে তুলে নিল মিয়ানমারের অস্ত্রধারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।

জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ফেরত আনতে আলোচনা চলছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে