হোম > সারা দেশ > বগুড়া

কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

বগুড়া প্রতিনিধি

কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল ইসলাম। গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে এমন ঘোষণা দেন তিনি। তবে পরে সমালোচনার মুখে আজ সোমবার পোস্টটি তিনি ডিলিট করেন।

মুকুল ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘বগুড়ায় যদি কোটা আন্দোলনের জন্য কোথাও বের হয়, তাহলে আমি আইন নিজের হাতে তুলে নিব। বি.দ্র. আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সকালে আজকের পত্রিকাকে মুকুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বিভিন্নজন কোটা আন্দোলনকারীদের সম্পর্কে আমাকে তথ্য দেওয়া শুরু করে।’ ঘোষণাটি সাংগঠনিক কি না জানতে চাইলে মুকুল ইসলাম বলেন, ‘এটা আমার ব্যক্তিগত উদ্যোগ।’ তবে বেলা ১১টার দিকে ফেসবুক থেকে তিনি পোস্টটি ডিলিট করেন। এ বিষয়ে জানতে পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় এ প্রসঙ্গে বলেন, ‘মুকুল ইসলাম এ ধরনের ঘোষণা দিয়ে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে কোনো নাগরিক আইন নিজ হাতে তুলে নেওয়ার ঘোষণা দিতে পারেন না।’

আরও খবর পড়ুন:

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা