ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে প্রায় এক দশক আগে করা একটি একটি মামলায় ৯ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে টেক জায়ান্ট মেটার সহযোগী প্রতিষ্ঠান ফেসবুককে। সে সময় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, লগ আউটের পর প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ফেসবুকে কর্মকাণ্ড ট্র্যাক করত।
এ বিষয়ে একটি প্রাথমিক প্রস্তাব গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসের ডিস্ট্রিক্ট আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে, ফেসবুক অবৈধভাবে যেসব তথ্য সংগ্রহ করেছে সেগুলোও মুছে ফেলতে বলা হয়েছে ওই প্রস্তাবে।
ফেসবুক কর্তৃপক্ষ ফেডারেল ও স্টেটের গোপনীয়তা আইন লঙ্ঘন করে ব্যবহারকারীদের কুকি সংরক্ষণ করছে বলে অভিযোগ করেছিলেন কয়েকজন ব্যবহারকারী। ওই অভিযোগে আরও বলা হয়, ব্যবহারকারীরা ফেসবুকে শেয়ার করা বাইরের কোনো ওয়েবসাইটের লিংকের পোস্টে ‘লাইক’ বাটন চাপলে ফেসবুক কুকি সংগ্রহ করে ব্যবহারকারীদের ব্রাউজ হিস্টোরিকে কম্পাইল করে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করত।
২০১৭ সালে ওই মামলাটি নিষ্পত্তি হয়ে গেলেও ২০২০ সালের এপ্রিলে মামলাটি আবারও ফেডারেল কোর্টে পুনরুজ্জীবিত করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের পক্ষ থেকে মামলার পুনরুজ্জীবনের বিষয়ে বলা হয়, ব্যবহারকারীদের নিজেদের অভিযোগ প্রমাণের সুযোগ দেওয়া উচিত।
ফেসবুক কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন অভিযোগও উঠেছিল বেশ কয়েকবার। তবে, ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ বারবার অস্বীকার করেছে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন: