হোম > খেলা > অন্য খেলা

হাঙ্গেরিতে আলো ছড়াচ্ছেন নীড়-ফাহাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। 

সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন। 

এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন। 

আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন। 

ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন। 

আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ