হোম > খেলা > অন্য খেলা

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল বাংলাদেশের যুবারা। ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

প্রথম গোল পেতে অপেক্ষা করতে হলো শেষ কোয়ার্টার পর্যন্ত। নিজেদের রক্ষণকে এক প্রকার দুর্ভেদ্য করে রেখেছিল থাইল্যান্ডের যুবারা। সেই রক্ষণে ফাটল ধরল ৪৭ মিনিটে। বদলি হিসেবে খেলার চেহারা পাল্টে দিলেন মো. জীবন। শেষ ১৫ মিনিটে ৩ গোল করে জুনিয়র দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

ম্যাচে প্রথম তিন কোয়ার্টার গোলশূন্য থাকায় চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৪৭ মিনিটে সব চাপ মুছে দেন বদলি হিসেবে নামা জীবন। ফিল্ড গোলে বাংলাদেশ শিবিরে ফেরান স্বস্তি। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের ব্যবধান ২-০ করেন আরেক বদলি ডিফেন্ডার মো. হোসেন। দুই মিনিট পর ফিল্ড গোলে ব্যবধানটাকে ৩-০ করে লাল-সবুজদের বড় জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড মো.হাসান। সেমিফাইনাল জিতে আজই শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবেন বাংলাদেশ যুবারা। বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ওমান অথবা উজবেকিস্তান।

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক