হোম > খেলা > অন্য খেলা

সার্চ কমিটির ‘ম্যারাথন সভা’ চলছেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা গত সপ্তাহে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, দ্রুতই তাঁরা কয়েকটি ফেডারেশনে অ্যাডহক কমিটি করে দেবেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কমিটির দেখা নেই। উল্টো বিভিন্ন ফেডারেশনের সঙ্গে ম্যারাথন সভা করাতেই যেন মন দিয়েছে সার্চ কমিটি। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে আরও ২৫টি ফেডারেশনকে ডেকেছে এই বিশেষ কমিটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হবে সেই সভা, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। 

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি। দ্রুতই এই স্থবিরতা কাটিয়ে নতুন কমিটি দেওয়া তাদের মূল লক্ষ্য হলেও আপাতত ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেই ব্যস্ত সময় পার করছেন তাঁরা। 

প্রথম পর্যায়ে ৯টি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। যেখানে তিন দফায় হকি, বিলিয়ার্ড-স্নুকার, দাবা, অ্যাথলেটিকস, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে তারা। এরপর আরও পাঁচ ধাপে ১৫ ফেডারেশনের সঙ্গে বসে সার্চ কমিটি। যেখানে সভা হয় বাস্কেটবল, টেবিল টেনিস, ভারোত্তোলন, সাঁতার, উশু, বক্সিং, ভলিবল, রোলার স্কেটিং, শুটিং, জুডো, কারাতে, তায়কোয়ান্দো, রোইং, রেসলিং এবং শরীর গঠন ফেডারেশনের সঙ্গে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ