হোম > খেলা > অন্য খেলা

জয়ে দাবা অলিম্পিয়াড শুরু করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয় দিয়ে ৪৫তম দাবা অলিম্পিয়াড শুরু করেছে বাংলাদেশ। বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে চার বোর্ডেই জয় পায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।

প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেসোথো। নিয়াজ মোরশেদের প্রতিপক্ষ ছিলেন মোকেতে কারাবো। রাজীব, ফাহাদ ও নীড় খেলেছেন লেবাজোয়া শেফে, খালেমা সেচাবাকে ও এমফানে থাবাংকের বিপক্ষে। চার দাবাড়ু নিজ নিজ বোর্ডে জিতেছেন।

নারী বিভাগেও জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। তারা এদিন সেন্ট লুসিয়ার চার দাবাড়ুকে পরাজিত করেন। দুই বোন ওয়াদিফা, ওয়ালিজা, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আনজুম ও নুসরাত জাহান আলো নিজ নিজ বোর্ডে  জয়োল্লাস করেছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ প্রথম রাউন্ডে বিশ্রামে ছিলেন।

এদিকে দাবা অলিম্পিয়াড শেষে  নীড়, ফাহাদ, তাহসিন তাজওয়ার জিয়া, ওয়াদিফা ও ওয়ালিজা বুদাপেস্টেই আরও দুটি টুর্নামেন্টে অংশ নেবেন। টুর্নামেন্টগুলোতে নর্মের আশা রয়েছে তাঁদের।

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ