হোম > খেলা > অন্য খেলা

অলিম্পিক ভিলেজে দুই অ্যাথলেট করোনায় আক্রান্ত

টোকিও অলিম্পিককে ঘিরে শঙ্কা বাড়ছে প্রতিদিন। অলিম্পিকের ভিলেজে আগের দিন একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যদিও তিনি অ্যাথলেট ছিলেন না। পরে অলিম্পিক কমিটি বিষয়টি নিশ্চিত করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। এবার জানা গেছে, ভিলেজে দুই অ্যাথলেটের করোনা আক্রান্তের খবর।

অলিম্পিক শুরু হচ্ছে আগামী শুক্রবার। হাতে আছে আর পাঁচ দিন। দুই অ্যাথলেটসহ এ নিয়ে অলিম্পিকের ভিলেজে করোনা আক্রান্ত হলেন মোট তিনজন। অলিম্পিক কমিটি জানিয়েছে, তিনজনই একই দেশের। তবে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখা হয়েছে। তিনজনই এর মধ্যে আলাদা আলাদা রুমে কোয়ারেন্টিনে ঢুকে পড়েছেন। তাঁদের সঙ্গে আরও যাঁরা আছেন সবাইকে কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে অলিম্পিক কমিটি।

এ মাসের শুরু থেকে এ পর্যন্ত অলিম্পিক সংশ্লিষ্ট মোট ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাল নিজেদের দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। অ্যাথলেটদের নিয়ে মুতো বলেছেন, ‘যে অ্যাথলেটরা জাপানে আসছেন, তারা সম্ভবত চিন্তায় পড়ে গেছেন। আমি সেটা বুঝতে পারছি।’

ঝুঁকি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে বলে আজও জানিয়েছে অলিম্পিক কমিটি। যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, একই সঙ্গে আক্রান্তের আগে যাঁরা তাঁদের সংস্পর্শে আসছেন সবাইকে দ্রুততম সময়ে আলাদা করে ঝুঁকি কমানোর কথা বলছেন কর্মকর্তারা। আক্রান্তের হার একবারে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব নয় বলছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী পরিচালক ক্রিস্টোফি দুবি। দুবি বলেছেন, ‘আমি মনে করি, আমরা একদম করোনামুক্ত—এ কথা বলতে পারব না। এটা থেকে নিরাপদ থাকা, সেটা ভিন্ন ব্যাপার। এখন সচেতন থাকাই একমাত্র উপায়।’

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ