হোম > খেলা > অন্য খেলা

অলিম্পিয়ান স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট

ক্রীড়া ডেস্ক    

রোহান ডেনিস ও মেলিসা হোসকিনস। ছবি: সংগৃহীত

স্ত্রী মেলিসা হোসকিনসকে তিনি ‘খুন’ করেছেন—এটা মানতে নারাজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস। তবে যে গাড়ি দুর্ঘটনায় হোসকিনসের প্রাণ গেছে, সেই দুর্ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।

গত বছর ৩০ ডিসেম্বর হাসপাতালে মারা যান সাবেক অলিম্পিক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস। অ্যাডিলেডে রোহান ডেনিসের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন হোসকিনস। ঘটনার পরই ডেনিসকে দায়ী করে মামলা দায়ের করা হয়। ‘বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে মৃত্যু ঘটানো’ এবং ‘যথাযথ যত্ন না নিয়ে গাড়ি চালিয়ে জীবন বিপন্ন করার’ অভিযোগ আনা হয়ে ডেনিসের বিরুদ্ধে।

সেই মামলায় অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালত হোসকিনসের মৃত্যুর পেছনে গাড়ি দুর্ঘটনার জন্য ডেনিসকে দোষী সাব্যস্ত করেছেন। তবে ৩৪ বছর বয়সী ডেনিস দাবি করেছেন, হোসকিনসের মারার কোনো ‘উদ্দেশ্য’ তাঁর ছিল না। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যার সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।

প্রয়াত ট্র্যাক সাইক্লিস্ট মেলিসা হোসকিনস ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে ফ্রান্সে হওয়া ট্র্যাক সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার হয়ে টিম পারাস্যুট ইভেন্ট জিতেছিলেন তিনি। আর রোহান ডেনিস ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ২০১৫ সালে ট্যুর ডি ফ্রান্সে একটি স্টেজেও প্রথম হয়েছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ