হোম > খেলা > অন্য খেলা

সোনা জেতার শেষ সুযোগ বাইলসের 

অবশেষে টোকিও অলিম্পিকের ফ্লোরে ফিরছেন সিমোন বাইলস। কাল আর্টিস্টিক জিমন্যাস্টিকসের মেয়েদের ব্যালান্স বিমের ফাইনালে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি জিমন্যাস্ট। 

এর আগে জিমন্যাস্টিকসের দলগত ফাইনাল ও ব্যক্তিগত অল–অ্যারাউন্ড ইভেন্টসহ চারটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সিমোন বাইলস। জিমন্যাস্টিকের ইতিহাসে অন্যতম সফল এই তারকা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এই দুই ইভেন্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

দলীয় ফাইনাল থেকে নাম প্রত্যাহারের পর বাইলসের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিলেন আমেরিকার অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী সারাহ রিশল্যান্ড। তিনি বলেছিলেন, ‘আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আপনার এগিয়ে যাওয়ার এই যাত্রায় সব সময় আমাদের পূর্ণ সমর্থন আছে। আপনি আমাদের গর্বিত করেছেন।’ বাইলস অবশ্য তখনো প্রাথমিক ভাবে কোনো বিবৃতি দেননি। 
 
পরে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাইলস। পরপর দুটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহারের পর জানা গিয়েছিল তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যার ধারাবাহিকতায় আরও দুটি ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে যান তিনি। 

এমনকি অলিম্পিকে বাইলসকে আর দেখা যাবে কি না সেই প্রশ্নও উঠেছিল। অবশেষে বাইলস ভক্তদের সুখবর দিয়েছে আমেরিকার জিমন্যাস্টিকস সংস্থা। 

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ