হোম > খেলা > অন্য খেলা

শ্রীলঙ্কার পর কমনওয়েলথ থেকে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার

শ্রীলঙ্কার পর এবার কমনওয়েলথে খেলতে যাওয়া পাকিস্তানের দুই বক্সার নিখোঁজ। কমনওয়েলথ শেষ হয়েছে গত সোমবার। এরপর থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার। এর এক দিন পর গত বুধবার এমনটাই জানিয়েছে সে দেশের জাতীয় বক্সিং সংস্থা। 

পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন, সুলেমান বালোচ ও নাজিরউল্লাহ নামের দুই বক্সারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দুই ঘণ্টা আগে নিখোঁজ হন তাঁরা। নাসির বলেন, ‘ফেডারেশনের যে কর্তারা বার্মিংহামে গিয়েছিলেন, তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র  আছে।’

দলের পক্ষ থেকে এর মধ্যে ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে বিষয়টি। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিক সংস্থা চারজনের দল তৈরি করেছে। এ বারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনো পদক পায়নি পাকিস্তান। অন্য ইভেন্টগুলো থেকে মোট আটটি পদক পেয়েছে তারা। এর মধ্যে ভারোত্তলন ও জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান।

এর আগে কমনওয়েলথ শুরুর কিছুদিন পরেই শ্রীলঙ্কার  তিন অ্যাথলেট ক্যাম্প থেকে পালিয়েছিলেন। তাঁদের খোঁজ পাওয়ার পরপরই আরও সাতজন অ্যাথলেট পালিয়েছেন। নতুন পালিয়ে যাওয়া সাত অ্যাথলেটের নাম এখনো জানা যায়নি। তবে প্রথম ধাপে পালিয়ে যাওয়া তিন অ্যাথলেটকে খুঁজে পেয়েছে স্থানীয় পুলিশ। 

অ্যাথলেটদের ক্যাম্প থেকে পালানোর সম্ভাবনা আছে—এমনটা আগেই বুঝতে পেরেছিল লঙ্কান কর্তৃপক্ষ। সে কারণে গেমসে অংশ নিতে যাওয়া ১৬০ জনের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল। এর পরও অ্যাথলেটদের পালিয়ে যাওয়া আটকাতে পারেনি শ্রীলঙ্কা।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা