হোম > খেলা > অন্য খেলা

আর্চারিতে আসছে সলিডারিটি গেমসের প্রথম পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।

গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।

 বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।

বাছাইপর্বে  ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম। 

রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ