হোম > খেলা > অন্য খেলা

ইউক্রেনের জন্য যুদ্ধ করবেন কিংবদন্তি বক্সার দুই ভাই

অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট। দেশকে রাশিয়ান আগ্রাসন থেকে বাঁচাতে এবার একই ঘোষণা দিলেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিচকো ভ্রাতৃদ্বয়।

ইউক্রেনকে প্রায় সব দিক দিয়েই ঘিরে ফেলেছে রাশিয়ান সৈন্য-সামন্ত। প্রবেশ করেছে রাজধানী কিয়েভেও। রাজধানী ছেড়ে এরই মধ্যে পালিয়েছে ১ লাখের বেশি মানুষ। 

২০১৪ সাল থেকে এই শহরে মেয়রের দায়িত্বে পালন করেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো। এক টেলিভিশন অনুষ্ঠানে ক্লিচকো ভাইদের বড়জন বলেছেন, ‘আমি দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছি। আমরা রক্তাক্ত একটা যুদ্ধে জড়িয়ে গেছি। আর কোনো রাস্তা খোলা নেই। যুদ্ধে যেতেই হবে।’ 

আরেক ভিডিও বার্তায় ভিতালির ছোট ভাই আরেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির কিচকো বলেছেন, ‘এই অনর্থক যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না, এখানে আছে শুধু হার। ইউক্রেনের নাগরিকদের বলতে চাই, একসঙ্গে আমরা এই রাশিয়ান আগ্রাসন ঠেকিয়ে দিতে পারব। ইউক্রেন, ইউরোপ কিংবা সারা বিশ্বে এই যুদ্ধ ছড়াতে দেওয়া যাবে না। একতাই আমাদের শক্তি।’ 

এই মাসের শুরুতেই ইউক্রেনের বিশেষায়িত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির ক্লিচকো। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘গণতন্ত্র একটি ভঙ্গুর শাসনব্যবস্থা। গণতন্ত্র একা নিজেকে রক্ষা করতে পারে না, একে রক্ষা করতে প্রয়োজন এর জনগণের। গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’ 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ