কাজাখস্তানের আস্তানায় গতকাল শুরু হয়েছে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৬০ মিটার স্প্রিন্টে খেলতে নেমে ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন শিরিন আক্তার।
বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন ভালো করতে না পারলেও আজ দুর্দান্ত শুরু করেছেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।
দ্বিতীয় হিটে অংশ নিয়ে ৬.৭০ সেকেন্ড সময় নিয়েছেন ইমরানুর। এখন পর্যন্ত এই আসরের সব হিটের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের দ্রুততম মানব। আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন তিনি।