টোকিও অলিম্পিক ২০২০–এর প্রথম স্বর্ণপদক জিতেছেন আসরের অন্যতম ফেবারিট চীনের ইয়াং কিয়ান। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন তিনি। শ্যুটিং রেঞ্জে ২৫১ দশমিক ৮ পয়েন্ট স্কোর করেছেন কিয়ান, যেটি এখন পর্যন্ত অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্ট।
১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে গালাশিনার। গালাশিনার পয়েন্ট ২৫১.১। ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।
করোনাভাইরাসে বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে এবারের অলম্পিকে দেখা যাচ্ছে কিছু অপিরিচিত দৃশ্য। পদকজয়ীরা ডায়াসের সামনে একটি ট্রে থেকে নিজেরাই তুলে নিচ্ছেন পদক। সঙ্গে গ্রহণ করছেন ফুলের তোড়াও।