হোম > খেলা > অন্য খেলা

ওমানে জয়ে শুরু বাংলাদেশের যুবাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রুপে আছে মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। কঠিন প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে যেতে হলে প্রথম ম্যাচে জয়টাই চাওয়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। পূরণ হয়েছে সে চাওয়া। জয় দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের যুবাদের যুব হকি এশিয়া কাপ অভিযান।

ওমানের সালালাহ শহরে স্থানীয় সময় রাত ৮টায় যুব এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। স্বাগতিক ওমানের বিপক্ষে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি লাল-সবুজ যুবাদের। যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে মামুন উর রশিদের দল। 

গত জানুয়ারিতে এই ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ফাইনালটা নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে গিয়ে। জাতীয় দলের মতো বয়সভিত্তিক খেলাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস থাকায় ধরা হচ্ছিল আজকের ম্যাচেও ওমানের যুবাদের সঙ্গে লড়াইটা কঠিনই হতে চলেছে বাংলাদেশের জন্য। 

খেলার প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে ঠেকিয়েই রেখেছিল ওমান। স্বাগতিকদের সেই প্রতিরোধ ভাঙে খেলার দ্বিতীয় কোয়ার্টারে এসে। দুই মিনিটের দুই গোলে ওমানের প্রতিরোধ গুঁড়িয়ে দেন রাকিবুল হাসানরা। ম্যাচের ২২ মিনিটে তাসিন আলী ও ২৪ মিনিটে জাহিদ হোসেন গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। দুটি গোলই হয়েছে ফিল্ড গোল। 

এই দুই গোলের আর গোল পায়নি বাংলাদেশ। ওমানও পারেনি কোনো গোল শোধ দিতে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান রকি। শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের  দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ