হোম > খেলা > অন্য খেলা

জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

নিজস্ব প্রতিবেদক

একই ফ্রেমে জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ও মানবী। ছবি: সংগৃহীত

ফিনিশিং লাইন স্পর্শ করেই মোহাম্মদ ইসমাইলের উল্লাস। কিন্তু তখনো একটা দ্বিধা কাজ করছিল সবার মনে। ইসমাইল আসলেই প্রথম হয়েছেন নাকি রাকিবুল হোসেন। পল্টনের জাতীয় স্টেডিয়ামে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।

শেষ পর্যন্ত দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইলই। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৬১ সেকেন্ড সময় নেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিন বছর পর তিনি ফিরে পেলেন হারানো মুকুট।

ইমরানুর ইসলাম না থাকায় এবারের প্রতিযোগিতায় ফেবারিট ছিলেন ইসমাইলই। পঞ্চমবারের মতো সোনা জিতলেন তিনি। ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন রাকিবুল হোসেন। তৃতীয় সেনাবাহিনীর জুবাইল ইসলাম (১০.৮৯)।

১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন চেনামুখ শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১২.০১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই সুমাইয়া দেওয়ান (১২.১৫ সেকেন্ড)। তৃতীয় বিকেএসপির আজমি খাতুন (১২.৫০ সেকেন্ড)।

এর আগে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ