হোম > খেলা > অন্য খেলা

জহির তাহলে হিটে সেরা হয়ে এশিয়ান ইনডোরের ফাইনালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হিট শেষ হয়েছে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে। হিটের দেড় ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও জহির রায়হানের হিটের ফল জানাতে গিয়ে গলদঘর্ম বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। 

এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দলনেতা হয়ে গেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও টিম অফিশিয়াল হিসেবে কোষাধ্যক্ষ জামাল হোসেন। ফেডারেশনের দুই কর্মকর্তা তেহরানে থাকার পরও যখন ফল জানা যাচ্ছিল না তখন শরণাপন্ন হতে হলো ইমরানুর রহমানের। ইমরানুরের বরাতে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী আবু তালহা নিশ্চিত করেছেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোরের ফাইনালে উঠেছেন জহির। 

গত বছর কাজাখস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। এশিয়ান ইনডোরে সেটাই ছিল বাংলাদেশি প্রথম কোনো অ্যাথলেটের ফাইনালে খেলা। আজ ৪০০ মিটার দৌড়ে নিজের হিটে সেরা হয়ে ইমরানের পাশে বসেছেন জহির। 

বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ২ নাম্বার লেনে সেরা হোন জহির। বাংলাদেশি স্প্রিন্টার সময় নিয়েছেন ৪৮.৮৪ সেকেন্ড সময়। বাকি তিন লেনের কোনো স্প্রিন্টারই জহিরের চেয়ে বেশি টাইমিং করতে পারেননি। ইরানেরই স্প্রিন্টার আরাশ সায়ারি জহিরের সমান সময় নিয়ে নিজের লেনে প্রথম হয়েছেন। আবু তালহা জানালেন, চার লেনের সেরা দুজন করে স্প্রিন্টার আগামীকাল ফাইনালে খেলবেন। সেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে।

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

কোচ ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ

জার্মানিকেও গুঁড়িয়ে দিল বাংলাদেশ

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টিটিতে ভালো ভবিষ্যৎ চান তাঁরা