হোম > খেলা > অন্য খেলা

আর্চারির অ্যাডহক কমিটিতেও সাধারণ সম্পাদক চপল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্চারির অ্যাডহক কমিটিতেও সাধারণ সম্পাদক হয়েছেন পরিচিত মুখ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। যার ফলে বেশ কয়েকটি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই ধারাবাহিকতায় এবার আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করল তারা।

নির্বাহী কমিটির মতো অ্যাডহক কমিটিতেও সাধারণ সম্পাদক হয়েছেন পরিচিত মুখ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ফেডারেশনের প্রতিষ্ঠাকাল (২০০১) থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস-উর রহমানকে।

সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.) ও স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সায়িদ। আলমগীর কবির যুগ্ম সম্পাদক ও এ কে এম সহিদুজ্জামান কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছন। সদস্য হিসেবে সাবেক খেলোয়াড়দের মধ্যে কমিটিতে জায়গা আছেন এমদাদুল হক মিলন, রুবেল মহাজন, সারোয়ার হোসেন, সাইদুজ্জামান তুহিন ও সোহেল রানা। এছাড়াও রয়েছেন তানভীর আহমেদ, মাজহারুল ইসলাম, রুবায়েদ আহমেদ, রুমানা আহমেদ, শিমুল আক্তার, তাহমিনা রহমান, সেনাবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি।

এদিকে খো খো ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সভাপতি করা হয়েছে এএইচএম জিয়াউল হককে। সাবেক খেলোয়াড় কায়সার সাদিক সজীব হয়েছেন সাধারণ সম্পাদক । বেসবলে আফজালুর রহমান সভাপতি ও সাবেক বেসবল খেলোয়াড় তালহা জুবায়ের সাধারণ সম্পাদক হয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ