হোম > খেলা > অন্য খেলা

ক্রীড়া উপদেষ্টার কাছে ৫০ জনের ৪৮ জনই তদবির নিয়ে আসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের হর্তাকর্তাদের কাছে সুপারিশ-তদবিরের ঘটনা আর নতুন কী! তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বিষয়টি পছন্দের নয়। কোনো রকম ব্যক্তিগত সুপারিশ-তদবির তাঁর একেবারেই পছন্দ নয়। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের মতো আসিফ মাহমুদেরও ব্যস্ততা বেড়েছে। ২৬ বছর বয়সেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি আরও একটি মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার শুরুতে নানা রকম সমস্যা, সংকটের সমাধান করতে হচ্ছে তাঁকে। এর মধ্যে শ্রমিক অসন্তোষ, বিভিন্ন কারখানা সচল রাখার বিষয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এই কঠিন সময়ের মধ্যেও নানা রকম তদবির নিয়ে মানুষজন আসছেন। বিষয়টি নিয়ে একরকম বিরক্তিই যেন প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ তিনি লিখেছেন, ‘এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, যার মধ্যে ৪৮ জনই আসেন নানা রকম তদবির নিয়ে। দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম, ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না।’

তদবির-সুপারিশের মতো ব্যক্তিপূজাও আসিফ মাহমুদের পছন্দ নয়। এর আগে গত ২৫ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছিলেন তিনি। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন তাঁর (আসিফ মাহমুদ) ছবি দিয়ে ব্যানার রোলার স্কেটিং কমপ্লেক্সের ওপর টাঙিয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তখন হুঁশিয়ার করেছিলেন, ব্যক্তিপূজা করে কোনো স্বার্থ হাসিল হবে না।

গত ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়েছেন। সেই চেয়ারে বসেছেন ফারুক আহমেদ। এ ছাড়া বাফুফের সঙ্গেও ১৬ বছরের সম্পর্ক শেষ হচ্ছে কাজী সালাহউদ্দিন। অক্টোবরে বাফুফেতে যে নির্বাচন হচ্ছে, সেখানে সভাপতি পদে লড়বেন না তিনি। এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে জেলা-উপজেলা ক্রীড়া সংস্থা। গঠিত হয়েছে সার্চ কমিটি। এনএসসির দোকান ভাড়ার নৈরাজ্য কমাতেও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ

আবারও আমিরুলের হ্যাটট্রিক, পিছিয়ে থেকে কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘাম ছোটাল বাংলাদেশ

বিশ্বকাপে আজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ